২৮ মার্চ চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লাই পেইচিংয়ে সফররত মার্কিন বাণিজ্য মন্ত্রী কার্লোস গুটিয়েরেজের সঙ্গে বৈঠকের সময় বলেছেন , চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মেধাস্বত্ব রক্ষার ব্যাপারে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে হবে।
পো সি লাই আরো বলেছেন , মেধাস্বত্ব রক্ষা এক আন্তর্জাতিক ব্যাপার । চীন ও যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশে এই সমস্যা আছে। চীন নকল সিডির উপর আঘাত হানছে , বাজার ও বিভিন্ন প্রদর্শনীতে বিখ্যাত মার্কার পন্য রক্ষার ব্যবস্থা নিয়েছে এবং মেধা স্বত্ব লংঘনকারীদের শাস্তি দিয়েছে । আশা করি মার্কিন পক্ষ এ ক্ষেত্রে চীনা পক্ষের প্রচেষ্টা ও অগ্রগতি উপলব্ধি করতে পারে ।
চীন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য ঘাটতি সম্বন্ধে পো সি লাই বলেছেন , এই সমস্যা হলো অর্থনীতির বিশ্বায়নের পটভূমিতে আন্তর্জাতিক শিল্প স্থানান্তরিত হওয়ার ফল । স্বার্থের দিক দিয়ে বলতে গেলে চীনের অনুকুল উদ্বৃত্তি থাকলেও মার্কিন পক্ষের সুবিধাও বিরাট । চীনের সস্তা ও ভালো গুনমানের পন্য প্রতি বছর যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য হাজার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কল্যাণ বয়ে আনে ।
গুটিরেজ বলেছেন , মার্কিন পক্ষ লক্ষ্য করেছে , চীন পক্ষ দুদেশের বানিজ্যিক সম্পর্ক প্রসারের জন্য সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে । মার্কিন পক্ষ চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
|