জাপানের তথ্যমাধ্যমের খবরে প্রকাশ, জাতিসংঘে জাপানী প্রতিনিধি ওশিমা কেনজো সম্প্রতি বলেছেন, জাপান এককভাবে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণে প্রস্তাব প্রকল্প উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেছেন, এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকরে কারণে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরে, জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত "চার দেশ গোষ্ঠী" গঠন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হতে চেয়েছিলো। কিন্তু তাদের প্রস্তাব জাতিসংঘের দুই-তৃতীয়াং সদস্য দেশের সমর্থন পায় নি। এ পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার জন্যে গত জানুয়ারী মাসে জাপান এককভাবে জাতিসংঘে একটি নিরাপত্তা পরিষদ সম্প্রসারণ প্রস্তাব উত্থাপন করেছে। কিন্তু তাতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সমর্থন মেলে নি।
|