চীনের কেন্দ্রীয় ব্যাংক-- চীনের গণ ব্যাংকের গভর্ণর চৌ সিয়াও ছুয়ান বলেছেন , আমদানি ও রপ্তানি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য চীন সরকার অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো , বাজার উন্মুক্ত করা , মুদ্রার বিনিময় হার পরিবর্তন আর আমদানি বাড়ানো ইত্যাদি ব্যবস্থানিয়েছে । আগামী দু থেকে তিন বছরের মধ্যে বৈদেশিক বানিজ্যে মোটামুটি ভারসাম্য বাস্তবায়িত হবে বলে অনুমান করা হচ্ছে ।
২৮ মার্চ চীনের গণ ব্যাংক সম্প্রতি ' চীনের উন্নয়ন সংক্রান্ত শীর্ষ ফোরামে' চৌ সিয়াও ছুয়ানের দেয়া ভাষণের আদোপান্ত প্রকাশ করেছে । ফোরামেভাষণ দেয়ার সময় চৌ সিয়াও ছুয়ান উল্লেখ করেছেন , ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে চীনের বৈদেশিক বানিজ্যে ভারসাম্য বজায় ছিল । বানিজ্যের অনুকূল উদ্বৃত্ত ছিল ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার । গত বছর অনুকূল উদ্বৃত্ত হঠাত্ এক শ' বিলিন মার্কিন ডলার উঠেছে । এর প্রধান কারণ হলো গত বছর আমদানির বৃদ্ধি কমেছে , বিশেষ করে সরঞ্জামের আমদানি কমানো হয়েছে ।
|