১৬২টি বিদেশী কারখানা এবং চীনের ৮৪টি শিল্পপ্রতিষ্ঠান আর বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানচার দিনব্যাপী চীনের আন্তর্জাতিক পরমাণু শিল্প প্রদর্শনীতে অংশ নেবার জন্যে ২৮ মার্চ পেইচিংয়ে সমাবেশিত হয়ছে।
খবরে প্রকাশ, ফ্রান্স, ক্যানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানী প্রভৃতি দেশ থেকে আসা বিদেশী কারখানাগুলো ও বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানগুলো পারমাণবিক বিদ্যুত্ উন্নয়ন, পরমাণু প্রযুক্তির ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে যার যার সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে, পরমাণু চালিকাশক্তি সংশ্লিষ্ট প্রযুক্তি, পরমাণু জ্বালালী তৈরী, পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা, পরমাণু যন্ত্রপাতি ও পরিমাপকযন্ত্র প্রভৃতি বিষয়।
চীন আন্তর্জাতিক পরমাণু শিল্প প্রদর্শনী ১৯৮৯ সাল থেকে প্রতি দু'বছর একবার করে অনুষ্ঠিত হয়। এবারকার প্রদর্শনীর সময় কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে রিপোর্ট সভা আয়োজিত হবে এবং দ্বিপাক্ষিক ও বহু পাক্ষিক বাণিজ্য আলোচনা চালানো হবে।
|