চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৯ মার্চ পেইচিংয়ে ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে রাষ্ট্রদূত সুন বি কান ওয়াং শি জিয়ের স্থলাভিষিক্ত হয়ে চীনের মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত হবেন।
সুন বি কান হচ্ছেন চীনের প্রবীণ কূটনীতিক। তিনি মধ্য প্রাচ্য অঞ্চল বিষয়ক বিশেষজ্ঞ । তিনি সৌদি আরব, ইরাক এবং ইরানে চীনের রাষ্ট্রদূত ছিলেন।
ছিন কাং বলেছেন, সুন বি কান অব্যাহতভাবে মধ্য প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে যোগাযোগ করবেন, সক্রিয়ভাবে শান্তি আলোচনা ত্বরান্বিত করবেন, মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় সক্রিয় অগ্রগতি অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা চালাবেন।
|