আরব লীগের শীর্ষ সম্মেলন ২৮ মার্চ সুদানের রাজধানী খার্তুমে উদ্বোধন হয়েছে। আরব লীগের ২২টি সদস্য দেশের নেতা এবং প্রতিনিধিরা এবারকার শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ঘোষণা করেছেন, আফ্রিকার আটটি আরব দেশ সুদানের দারফুর অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘ মহাসচিব কফি আনানের পক্ষ থেকে তাঁর প্রতিনিধি সম্মেলনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, জাতিসংঘ সুদানের দারফুর অঞ্চলের মানবতাবাদী সংঘর্ষে উপর গভীর মনোযোগ দেয়, জাতিসংঘ অব্যাহতভাবে ইরাক সমস্যা, ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ ও দারফুর সমস্যা ইত্যাদি ক্ষেত্রে আরব দেশগুলোকে সাহায্য দেবে। সংলাপ আর সহযোগিতা এসব সমস্যা সমাধানের সর্বশ্রষ্ঠ উপায়।
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন একই দিন বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, আট রাষ্ট্র গোষ্ঠির প্রেসিডিয়ামভূক্ত দেশ ও মধ্য-প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট পক্ষ হিসেবে রাশিয়া মধ্য-প্রাচ্য পরিস্থিতি প্রশমিত করার জন্যে প্রয়াস চালাবে।
|