আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী ২৯ মার্চ স্বীকার করেছে, তালিবানের সশস্ত্র ব্যক্তিরা একই দিনে দক্ষিণ আফগানিস্তানের হিলমান্দ প্রদেশে মোতায়েন যুক্ত বাহিনীর ঘাঁটি আক্রমণ করেছে, ফলে যুক্ত বাহিনীর দু জন সৈন্য নিহত এবং অন্য চার জন আহত হয়েছে। এটা হচ্ছে চলতি বছরে আফগানিস্তানে যৌথ বাহিনী বহিরাক্রমণের শিকার হয়ে সবচেয়ে গুরুতর হতাহত সৃষ্টির ঘটনা।
এক তথ্য প্রজ্ঞাপনে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী বলেছে, সেই দিন হিলমান্দ প্রদেশের ঘাঁটিতে তালিবানের সশস্ত্র ব্যক্তিরা আর যুক্ত বাহিনীর সৈন্যদের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়েছে, এতে একজন মার্কিন সৈন্য এবং একজন কানাডীয় সৈন্য নিহত হয়েছে, একজন মার্কিন সৈন্য আর তিন জন কানাডীয় সৈন্য আহত হয়েছে।
মার্কিন বাহিনী আরো স্বীকার করেছে যে, কমপক্ষে ১২জন তালিবান সদস্য গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছে, একজন আফগান সৈন্য আহত হয়েছে।
|