চীনের উপ-প্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান ২৮ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের দ্রুতভাবে শক্তিসম্পদ সাশ্রয়ী ও পরিবেশ-সহায়ক সমাজ গঠন করতে সবুজ মানদন্ডসম্পন্ন ভবন নির্মাণে গুরুত্ব দেয়া উচিত।
সবুজ ভবন ও সাশ্রয়ী নিমার্ণ সম্পর্কিত একটি মেলায় অংশ নেয়ার সময় চেং ফেই ইয়ান বলেছেন, চীনের শহরায়ন ও শিল্পায়নের সঙ্গে সঙ্গে সবুজ ভবন ও শক্তি সাশ্রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ও উজ্জ্বল ভবিষ্যত আছে। তিনি বলেছেন, আগামী ৫ বছরে চীন নতুন ভবন নির্মাণকালে সবুজ মানদন্ড কঠোরভাবে চালাবে মেনে চলবে এবং ভবনের শক্তি সাশ্রয় ক্ষেত্র আরো উন্নত করবে।
|