"চীন-ভারত মৈত্রীবর্ষ" উদযাপনী অনুষ্ঠান এবং " চীন-ভারত দ্বিপাক্ষিকসম্পর্কের গুরুত্বপূর্ণ দলিল সংকলন" প্রকাশনাঅনুষ্ঠান ২৮ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে ।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেছেন , ১৯৫০ সালের ১ এপ্রিল চীন ও ভারতের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । এ বছর হল চীন-ভারত মৈত্রী বর্ষ । দুপক্ষ ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের মাধ্যমেঐতিহ্যিক বন্ধুত্ব ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করবে । তিনি বলেছেন , চীন ও ভারত আরও উদার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পথ অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
জানা গেছে , সংকলনটিতে দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর প্রকাশিত দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিবৃতি , ঘোষণা , চুক্তি সহ ২৫ দফা দলিল অন্তর্ভুক্ত । সংকলনটি চীনা ভাষা ও ইংরেজী ভাষায় প্রকাশিত হয়েছে।
চীনস্থ ভারতীয় রাষ্ট্রদূত নালিন সুরি উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তিনি বলেছেন , ভারতও দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ করবে ।
|