চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৮ মার্চ বিকালে কুয়ালালামপুর পৌঁছে মালয়েশিয়ায় তাঁর আনুষ্ঠানিক শুভেচ্ছা সফর শুরু করেছেন।
বিমান বন্দরে এক লিখিত বক্তৃতায় চিয়া ছিং লিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও মালয়েশিয়ার সর্বমুখী সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে। দু'দেশ রণনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার চেষ্টা করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিক উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করেছে। দু'পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন বিনিময় সফর হচ্ছে, অভিন্ন কল্যাণ ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে, বহু ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে দু'দেশের মধ্যে সুষ্ঠু সমন্বয় ও সহযোগিতা বজায় রয়েছে। বাস্তব সত্য থেকে প্রমাণিত হয়েছে যে,চীন ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উন্নয়ন কেবল দু'দেশের জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ তা নয়, বরং এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও হিতকর।
মালয়েশিয়ার সংসদের উচ্চ কক্ষের স্পীকার আব্দুল হামিদ বিন পাওয়ানথের আমন্ত্রণে চিয়া ছিং লিন মালয়েশিয়া সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ার শীর্ষ নেতা তুয়ানকু সাইদ সিরাজুদ্দিন, প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাভি এবং হামিদ প্রমুখ নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
|