চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৮ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন ও জাপানের মধ্যে বেসরকারী আদান-প্রদান দুদেশের জনগণের বন্ধুত্ব বাড়ানো আর দ্বিপাক্ষিকসম্পর্কের প্রসারে গুরুত্পূর্ণ এবং তাত্পর্যসম্পন্ন ব্যাপার ।
সাংবাদিক সম্মেলনে ছিনকাং আরো বলেছেন , চীন-জাপান মৈত্রী সমিতির আমন্ত্রণে জাপানের সাতটি মৈত্রী সংগঠনের প্রধানরা মার্চ মাসের শেষ দিকে চীন সফরে আসছেন । তারা চীনের মৈত্রী সমিতির সঙ্গে দুদেশের বেসরকারী আদান-প্রদান জোরদার আর দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসার সম্বন্ধে মতবিনিময় করবেন । সফরকালে চীনের নেতৃবৃন্দ তাদের সঙ্গে সাক্ষাত করবেন ।
|