২৫ মার্চ দক্ষিণ- পশ্চিম চীনের ছোংছিং শহরের উপকন্ঠের খাই জেলায় প্রাকৃতিক গ্যাস নিঃসরণের ঘটনা ঘটেছে । ২৭ মার্চ পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশের প্রায় দশ হাজার অধিবাসীকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে , বর্তমানে তাদের খাওয়া, থাকা ও চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে ।
প্রাকৃতিক গ্যাস নিঃসরণের ঘটনা ঘটার পর চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস গোষ্ঠী স্থানীয় সরকারের সঙ্গে মিলে ঘটনাস্থলের চার পাশে রক্ষাবেষ্টনী নির্মাণ করা হয়েছে । স্থানান্তরিতঅধিবাসীরা এখন পাঁচটি অস্থায়ী বাসস্থানে থাকছেন । অধিবাসীদের খাওয়া , থাকা ও চিকিত্সার সুবিধা দেয়া ছাড়াও সংশ্লিষ্ট বিভাগ নিয়মিতভাবে বাসস্থানেরপরিবেশ রক্ষার ব্যবস্থা নিয়েছে , অধিবাসীদের পারিবারিক সম্পত্তি রক্ষার জন্য পুলিশ২৪ ঘন্টা এই অঞ্চল টহলদার দিচ্ছেন ।
|