চীন আমদানি যোগ্য প্রযুক্তির তালিকা প্রকাশ করবে
cri
২৭ মার্চ চীনের বানিজ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রযুক্তি আমদানি-রপ্তানি বিভাগের উপপ্রধান সান ছিং চিয়াং বলেছেন , তথ্য , জীববিদ্যা , নতুন উপকরণ আর যন্ত্রপাতি তৈরী, পরিবেশ রক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি আমদানিতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে উত্সাহ ও সাহায্য দেয়ার জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ' আমদানি যোগ্য প্রযুক্তির তালিকা ' প্রণয়ন করছে । তিনি আরো বলেছেন , বাণিজ্য মন্ত্রণালয় ' চীনে আমদানি নিষিদ্ধ ও সীমিতভাবে আমদানি যোগ্য প্রযুক্তির তালিকা ' নিয়মিতভাবে পরিবর্তন করবে । যে সব প্রযুক্তি পুরনো হয়েছে অথবা চীন আয়ত্ত করেছে , সেইসব প্রযুক্তির আমদানি করতে নিষিদ্ধ হবে । যে সব প্রযুক্তির শক্তিক্ষয় বেশী , দুষণ বেশী , এবং উত্পাদন থেকে বাদ দেয়া হয়েছে , সেই সব প্রযুক্তি ও সরঞ্জামের আমদানি নিষিদ্ধ অথবা সীমিত করা হবে ।
|
|