|
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৮ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে ছয় রাষ্ট্র অধিবেশন আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে সহায়ক হবে।
খবরে জানা গেছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেইয়ারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন , ফ্রান্স এই পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৩০ মার্চ বার্লিনে গিয়ে ইরানের পরমাণু সমস্যায় যার যার অধিষ্ঠান সমন্বিত করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন, চীন ছয় রাষ্ট্র অধিবেশনে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে এবং তা সক্রিয়ভাবে বিবেচনা করছে। চীন আশা করে , অধিবেশনটি আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে সহায়ক হবে। বর্তমান পরিস্থিতিতে চীন আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান সংক্রান্ত যে কোন প্রস্তাব বা ব্যবস্থার কাছে উন্মুক্ত মনোভাব পোষণ করে।
|