২৭ মার্চ ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিশন রামাল্লাহ ও গাজায় বিশেষ অধিবেশন আয়োজন করে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ও হামাসের নেতা হানিয়ার দাখিল করা সরকার গঠন পরিকল্পনা নিয়ে পরামর্শ করেছে । অধিবেশনে হানিয়া ঘোষণা করেছেন যে , হামাসের গঠিত নতুন সরকার মধ্যপ্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চার পক্ষের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক ।
তিনদিনব্যাপী অধিবেশনে ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিশন হানিয়ার মন্ত্রিসভার তালিকা ও রাজনৈতিক নীতি যাচাই করেছে এবং ২৯ মার্চ এ বিষয়ে আস্থা ভোট করবে ।
হানিয়া অধিবেশনে বলেছেন , নতুন সরকার রাশিয়া , ইইউ , জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইত্যাদি মধ্যপ্রাচ্য সমস্যার চার পক্ষের সঙ্গে বৈঠক করতে চায় , যাতে আঞ্চলিক সংঘর্ষ সমাধান করা যায় এবং শান্তি ও স্থিতিশীলতা বাস্তাবায়ন করা যায় । তিনি আঞ্চলিক শান্তি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট চার পক্ষ ও আন্তর্জাতিক সমাজের প্রতি ন্যায়সংগত মনোভাব পোষণ করার আহ্বান জানান ।
হানিয়ার বক্তব্য সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একইদিন বলেছেন , হামাস হিংসাত্মক তত্পরতা বন্ধ করলে , ইসরাইলকে স্বীকৃতি দিলে এবং ফিলিস্তিন-ইসরাইল স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি মেনে চললেই কেবল যুক্তরাষ্ট্র তার সঙ্গে যোগাযোগ করার কথা বিবেচনা করবে ।
|