|
|
(GMT+08:00)
2006-03-27 20:05:37
|
চিয়া ছিং লিন আর ইন্দোনেশিয়ার নেতার মধ্যে বৈঠক
cri
২৭ মার্চ ইন্দোনেশিয়ারস্বীকার হিদায়াত সফররত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আর অভিন্ন স্বার্থ জড়িত বিষয়াদি নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন। দুই নেতা এক মত হয়েছে যে দু'দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত। চিয়া ছিং লিন বলেছেন, প্রাচীনকাল থেকে চীন আর ইন্দোনেশিয়া দুটো বন্ধু দেশ। স্পীকার হিদায়াত বলেছেন, ইন্দোনেশিয়া আর চীন এশিয়ার দুটো বড় উন্নয়নমুখী দেশ। আদান-প্রদান আর সহযোগিতা জোরদার করা দু'পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইন্দোনেশিয়া চীনের সঙ্গে উচ্চ স্তরের আদান প্রদান করতে চায় এবং চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত করতে চায়। তাইওয়ান ইস্যু প্রসঙ্গে চিয়া ছিং লিন বলেছেন, তাইওয়া ইস্যু চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতার সঙ্গে সম্পর্কিত। ইন্দোনেশিয়ার সংসদ এক চীন নীতির যে মতাধিষ্ঠান প্রকাশ করেছে চীন তার প্রশংসা করে।
|
|
|