২৭ মার্চ পেইচিংএ চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের উপ মহা পরিচালক গন জেন বলেছেন, গত বছর চীনের শুল্ক বিভাগ ১২১০টি মেধা স্বত্ব লঙ্ঘণকারী মামলা উদ্ঘাদন আর নিষ্পত্তি করেছে। এ সব ঘটনায় মালউদ্ধার মূল্য ৯ কোটি ৯০ লক্ষ রেন মিন পিতে দাঁড়িয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভায় উপ মহা পরিচালক গন জেন ব্যাখ্যা করে বলেছেন, ২০০১ সালে ডাবলিওটিওতে চীনের অন্তর্ভূক্তির পর থেকে চীনের শুল্ক বিভাগের ধরা পড়া মেধা স্বত্ব লঙ্ঘন ঘটনায় আটক মালপত্রের পরিমাণ বছরে গড়ে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে এসেছে।
|