v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-27 19:24:25    
২০--২৭,মার্চ, ২০০৬

cri
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীনে রাষ্ট্রীয় সফর শেষ করে স্বদেশের উদ্দেশ্যে ২২ মার্চ সন্ধ্যায় বিশেষ বিমান যোগে চীনের চেংচৌ ত্যাগ করেছেন।

পুতিনের চীন সফরকালে রাশিয়া ও চীন ২৯টি দলিল স্বাক্ষর করেছে। তিনি বলেছেন, রাজনৈতিক দলিল---রাশিয়া ও চীনের যৌথ বিবৃতি দু'দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত হওয়ার জন্য ভালো রাজনৈতিক ভিত্তি স্থাপন করবে। তিনি বলেছেন, অন্যান্য দলিল হচ্ছে বাস্তব দলিল। তাদের উদ্দেশ্য হলো অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়িত করা। তিনি বিশ্বাস করেন, এসব দলিল কার্যকরী করা যাবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৩ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর একটি সাফল্যমন্ডিত সফর, তা বলিষ্ঠভাবে চীন-রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর উন্নয়ন ত্বরান্বিত করবে।

  ছিন কাং বলেছেন, পুতিনের চীন সফরকালে, চীন ও রাশিয়া ২২টি সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে, তা রাজনীতি, কূটনীতি, শক্তিসম্পদ, পূঁজিবিনিয়োগ, অর্থ এবং পরিবহন প্রভৃতি ক্ষেত্রে জড়িত । দু'পক্ষ চীন ও রাশিয়ার সহযোগিতা

চীনের উন্নয়ন হুমকী হয়ে দাঁড়াবে বলে মনে করে না ই ইউ

ইউরোপ সোসালিষ্ট পার্টির চেয়ারম্যান পল রাস্মুস্সেন ২১ মার্চ ব্রাসেল্সে বলেছেন , চীনের দ্রুত উন্নয়ন হুমকী হয়ে দাঁড়াবে বলে ই ইউ মনে করে না । চীনের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক প্রভাবের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ই ইউকে চীনের সঙ্গে সহযোগিতা ও সংলাপ জোরদার করতে হবে ।

তিনি বলেছেন , ই ইউ চীনকে রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গ্রহণ করে এবং অব্যাহতভাবে চীনের প্রতি বাজার উন্মুক্ত করবে ।

সঙ্গে সঙ্গে রাস্মুস্সেন জোর দিয়ে বলেছেন , চীনের দ্রুত উন্নয়ন সত্যিই ই ইউর জন্যে নতুন চ্যালেন্জ এনে দিয়েছে । কিন্তু যদি ই ইউ শ্রমজীবীদের গুণমান ও শিল্পপ্রতিষ্ঠানের মান উন্নত করার মাধ্যমে চ্যালেন্জের মোকাবেলা করে তাহলে দুপক্ষের জয়লাভের পরিস্থিতি দেখাতে পারে ।

রাস্মুস্সেন এবং ইউরোপ সোসালিষ্ট পার্টির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা ২০ মার্চ ব্রাসেল্সে চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং চিজুনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন ।

প্রথম চীন-জাপান অর্থনীতিমন্ত্রী সংলাপ উদ্বোধন

চীনের অর্থনীতিমন্ত্রী চিন রেনছিং ও জাপানের অর্থনীতিমন্ত্রী সাদাকাজু তানিগাকি ২৫ মার্চ পেইচিংয়ে প্রথম চীন-জাপান অর্থনীতিমন্ত্রী সংলাপ অনুষ্ঠান করেছেন। দু'পক্ষ চীন-জাপান অর্থনীতি এবং আঞ্চলিক আর বিশ্ব অর্থনীতি উন্নয়নের অবস্থা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।

দু'পক্ষ দ্বিতীয় চীন-জাপান অর্থনীতিমন্ত্রী সংলাপ আগামী বছরে টোকিওতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

দুই অর্থনীতিমন্ত্রী সংলাপের পর বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের আজকে চীন-জাপান অর্থনৈতিক সম্পর্ক অব্যাহতভাবে বেড়েছে। চীন-জাপান অর্থনীতি ও ব্যাংকিং সহযোগিতা উন্নয়নের জন্যে দু'দেশের অর্থনীতিমন্ত্রীরা দু'দেশের অর্থনীতি মন্ত্রণালয়ের সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন, চীন-জাপান অর্থনীতি সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাজী হয়েছেন। তাঁরা মনে করেন এটা এশিয়া ও বিশ্বের সমৃদ্ধির অনুকূল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও মাদকদ্রব্য দমন চুক্তি স্বাক্ষর

২১ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লীতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও মিলিতভাবে মাদকদ্রব্যের চোরাচালানদমন চুক্তি স্বাক্ষর করেছে ।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২১ মার্চ সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ সন্ত্রাস তত্পরতা দমন , বাণিজ্য , অবৈধ বাস্তুত্যাগী, সীমান্তের নিরাপত্তা , পানি সম্পদ উপভোগ, আস্থা বাড়ানো সহ ধারাবাহিক বিষয়ে আলোচনা করেছে । বৈঠকের পর দুদেশ নতুন বাণিজ্য চুক্তি ও সহযোগিতা করে মাদকদ্রব্যের চোরাচালান দমন চুক্তি স্বাক্ষর করেছে ।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০ মার্চ নয়াদিল্লী পৌঁছে তাঁর দুদিনব্যাপী ভারত সফর শুরু করেন ।

পাক -ভারত অপরাধ দমন নিয়ে আলোচনা

ভারত ও পাকিস্তান ২১ মার্চ নয়াদিল্লীতে অপরাধ দমন ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করেছে।

ভারতের প্রতিনিধি দলের নেতা হলেন ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর মহাপরিচালক বিজয় শান্কর আর পাকিস্তান পক্ষের নেতা হলেন পাকিস্তান ফেডারেল তদন্ত সংস্থার মহাপরিচালক তারিক পার্ভেজ।

দু'দিনব্যাপী আলোচনায় দু'পক্ষ প্রধানত মানুষ কেনাবেচা, জাল মুদ্রা তৈরী ইত্যাদি ক্ষেত্রে দমন অভিযান চালানোর সময়ে তাত্ক্ষনিকভাবে তথ্য বিনিময় ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তাছাড়া, দু'পক্ষ দক্ষিণ এশিয়া যৌথ পুলিশ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে মত বিনিময় করবে।

ভারত ও পাকিস্তানের শিখ ধর্মের পবিত্র স্থানের মধ্যে বাস যোগাযোগচালু

ভারতের অমৃতসর ও পাকিস্তানের নানকানা সাহিবের শিখ ধর্মের পবিত্র স্থান সংযুক্ত করার বাস লাইন ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অমৃতসরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অমৃতসর শিখ ধর্মের পবিত্রতম স্বর্ণমন্দিরের জায়গা । নানকানা সাহিব শিখ ধর্মের প্রথম প্রতিষ্ঠাতার জন্মস্থান । দু'জায়গা সংযুক্ত করার বাস পরিবহন চালু হওয়া দুদেশের তীর্থযাত্রীদের জন্যে সুবিধাজনক এবং দুদেশের জনগণের আদানপ্রদান জোরদার করবে ।

এর আগে ভারত আর পাকিস্তানের মধ্যে বাসের তিনটি লাইন চালু হয়েছে ।

পাকিস্তানসাফল্যের সঙ্গে ৫শ' কিলোমিটার দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে

পাকিস্তানের সামরিক মহল ২১ মার্চ ঘোষণা করে যে , একই দিনে পাকিস্তান সাফল্যের সঙ্গে "বাবুর" নামে ৫শ' কিলোমিটার দূরপাল্লার একটি ক্রূজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে ।

গত আগষ্ট মাস থেকে এ পর্যন্ত পাকিস্তান এ নিয়ে পরীক্ষামূলকভাবে দুবার "বাবুর" নামের ক্ষেপনাস্ত্রটি পরীক্ষাকরল । পাকিস্তান সামরিক মহল বলেছে , স্থলভাগ থেকে ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ করা হয় । ক্ষেপনাস্ত্রটি নির্দিষ্ট কক্ষপথের বিভিন্ন পর্যায়ে সঠিকভাবে চলাচল করে ।

জানা গেছে , নানা ধরণের অস্ত্রবাহীবাবুর ক্ষেপনাস্ত্র ডুবোজাহাজ ও যুদ্ধ জাহাজ থেকেও নিক্ষেপ করা যায় । উচ্চ যান্ত্রিক ও নিচু উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন এবং সঠিক বৈশিষ্ট্য থাকার কারনে ক্ষেপনাস্ত্রটি রাডারের অনুধাবন এড়াতে সক্ষম ।

অধিকাংশ জাপানী ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার বিরোধিতা করেন

২০ মার্চ জাপানের "সানকেই শিমবুন" পত্রিকা প্রকাশিত একটি জনমত জরিপ থেকে জানা গেছে , ৫২.৬ শতাংশ জাপানী মনে করেন পরবর্তী প্রধানমন্ত্রীর উচিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন না করা ।

"সানকেই শিমবুন" পত্রিকা ১৬ মার্চ টোকিও এবং পাশাপাশি এলাকার ৫০০ পুরুষ ও নারীর মতামত সংগ্রহ করেছে । অধিকাংশ জাপানি মনে করেন পরবর্তী প্রধানমন্ত্রীর উচিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন না করা , ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সমর্থক শুধু ৩৬.২ শতাংশ । এ ৫০০ পুরুষ ও নারীর মধ্যে ৪৩ শতাংশ মনে করেন জাপান-চীন সম্পর্ক উন্নয়ন করতে চাইলে প্রথমে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সমস্যা সমাধান করতে হবে , তারপর পূর্ব সমুদ্রের তেল গ্যাসের উন্নয়ন সমস্যা সমাধান করা প্রয়োজন ।

এই জনমত জরিপে আরো জানা গেছে , ৫০ শতাংশেরও বেশি জাপানী জুনিচিরো কোইজুমির মন্ত্রি সভাকে সমর্থন করেন ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক লী জোং ওক ২২ মার্চ জেনিভায় বিভিন্ন দেশের উদ্দেশ্যে বার্ডফ্লুমোকাবেলার প্রস্তুতি নেয়ার আবেদন জানিয়েছেন।

একই দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন , যদিও সাম্প্রতিক দু'বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার হুঁশিয়ারী জানিয়েছে , তবু এ পর্যন্ত মাত্র ৫০টি দেশের বার্ডফ্লু প্রকোপ মোকাবেলার জরুরী ব্যবস্থা আছে । তিনি বিভিন্ন দেশ , বিশেষ করে যে দেশগুলো ভাল করে প্রস্তুতিমূলক কাজ করেনি সে দেশগুলোর উদ্দেশ্যে বর্তমানের সময় ব্যবহার করে সত্যিকারভাবে বার্ডফ্লুমোকাবেলার প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন ।

একই দিন আফ্রিকার বার্ডফ্লু প্রতিরোধ সভা গ্যাবনের রাজধানী লিব্রেভিল্লেতে সমাপ্ত হয়েছে । সভায় প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে , আফ্রিকান দেশগুলোর মধ্যে এবং আফ্রিকান দেশগুলো ও আফ্রিকাস্থ জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে পরস্পরের সঙ্গে সমন্বয় করতে হবে , সহযোগিতা জোরদার করতে হবে এবং মিলিতভাবে বার্ডফ্লুর হুমকী প্রতিরোধ করতে হবে । সভায় একটি কমিটি গঠিত হয়েছে , কমিটিটি আফ্রিকার বার্ডফ্লু প্রতিরোধ কাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ।

চীনের উপ অর্থমন্ত্রী লিয়াও সিয়াও চুন গত মঙ্গলবার বলেছেন , পরবর্তীকালে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে অর্থনৈতিক অসুবিধায় জর্জরিত এলাকা এবং বার্ডফ্লু উপদ্রুত এলাকাগুলোকে কেন্দ্রীয় সরকার যথাযোগ্য সাহায্য দেবে।

চতুর্থ বিশ্ব পানিসম্পদ ফোরাম মেক্সিকোয় সমাপ্ত

সাতদিনব্যাপী চতুর্থ বিশ্ব পানিসম্পদ ফোরাম ২২ মার্চ মেক্সিকোয় সমাপ্ত হয়েছে, অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা একইদিন " মন্ত্রী ঘোষণা" গ্রহণ করেছে। তাতে জোর দিয়ে বলা হয়েছে যে, পানিসম্পদের সদ্ব্যবহার ও সাশ্রয় এবং পানি খাওয়ার নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। দেশের টেকসই উন্নয়নে এটাকে অগ্রাধিকার দিতে হবে ।

চীনের পানিসম্পদ মন্ত্রী ওয়াং সুছেং ২১ মার্চ ফোরামে বলেছেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবহার ক্ষেত্রে সাফল্যের অভিজ্ঞতার সমভাগী হতে চায় এবং প্রচেষ্টা চালিয়ে পানিসম্পদ সমস্যা সমাধান করবে, যাতে পানিসম্পদের টেকসই উন্নয়ন এবং অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত হতে পারে।

বিশ্বের ১২৮টি শহরের মেয়র ২১ মার্চ এবারকার ফোরামে অংশ নেবার সময় যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন, এবং মিলিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে ২০১৫ সালে সারা বিশ্বে পরিষ্কার পানি খেতে না পাওয়ার লোকসংখ্যা বর্তমানের চেয়ে অর্ধেক হবে।

দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু

দক্ষিণ কোরীয় সৈন্য বাহিনী ও সেদেশে মোতায়েন মার্কিন বাহিনী ২৫ মার্চ দক্ষিণ কোরিয়ায় সাততিনব্যাপী কোরিয়া-মার্কিন যৌথ যুদ্ধকালীণ সহায়তা সামরিক মহড়া (আর এস ঔ আই) এবং "ফল ইগল" নামক কোরিয়া-মার্কিন যৌথ চলমান সামরিক প্রশিক্ষণ শুরু করেছে।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ১৭ হাজার মার্কিন সৈন্যসহ ২০হাজার মার্কিন সৈন্য আর এস ঔ আইতে যোগ দিয়েছে। মার্কিন বাহিনীর একটি "আব্রাহাম লিংকন" এ্যাসল্ট ক্যারিয়ার এ সামরিক মহড়ায় যোগ দিয়েছে।

কোরিয়া-মার্কিন সেনা সদর ১০ মার্চ এই সামরিক মহড়ার বিষয়ে উত্তর কোরিয়াকে অবহিত করেছে। উত্তর কোরিয়া এ সামরিক মহড়ার কারণে ২৮ মার্চ অনুষ্ঠিতব্য উত্তর-দক্ষিণ কোরিয়া মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র বলেছেন, সামরিক মহড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি সশস্ত্র বিক্ষোভ। এটা বর্তমান সুষ্ঠুভাবে উন্নয়ন শীল উত্তর-দক্ষিণ কোরিয়া সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তাকসিনঃ নির্বাচনের ফলকে সম্মান করবো

২৬ মার্চ থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক মন্ত্রীপরিষদের প্রধানমন্ত্রী তাকসিন শিনাওয়াত্রা ব্যাংককে বলেছেন , তিনি ২ এপ্রিল অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে থাইল্যান্ডের জনগণের বাছাইকে সম্মান করবেন । থাইল্যান্ডের বিভিন্ন পক্ষও নির্বাচনের ফলকে মর্যাদা দেবে বলে তিনি আশা করেন ।

২৫ মার্চ সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী ভোটদান শুরু হয়েছে । আনুষ্ঠানিক নির্বাচন ২ এপ্রিল অনুষ্ঠিত হবে । থাইল্যান্ডের নির্বাচন কমিশনের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২৫ মার্চ মোট চার লাখ ৭০ হাজার ভোটার ভোট দিয়েছেন , এর মধ্যে ৯০ হাজার ভোট ব্যাংকক নির্বাচনী অঞ্চল থেকে আসে ।

তাক্সিন বলেছেন , ভোটাররা যে সক্রিয়ভাবে ভোট দিচ্ছেন, তাতে প্রমাণিত হয়েছে যে জনসাধারণ নিজের গণতান্ত্রিক অধিকার ও বর্তমান সংসদ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন।