চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ২৭ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন সরকার প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দ্বীপ দোশগুলোর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এসব দেশের সঙ্গে সম্পর্ক অব্যহতভাবে উন্নয়ন করতে ইচ্ছুক।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পয়লা থেকে ৮ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড ও কম্বোডিয়া সফর করবেন, এবং ফিজিতে অনুষ্ঠিতব্য প্রথম "চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ অর্থনীতির উন্নয়ন সহযোগিতা ফোরামের" উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়েন চিয়াপাও সফর সংশ্লিষ্ট সংবাদদাতা সম্মেলনে বলেছেন, ওয়েন চিয়াপাওয়ের এ চার দেশ সফর চীন ও এ চার দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার বাড়ানো, দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরভাবে উন্নয়নের অনুকূল।
|