জাতিসংঘের সিয়েরা লিওনের বিশেষ আদালত ২৬ মার্চ প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, এই বিশেষ আদালতের প্রধান অভিশংসক দেস্মোন্দ দ্যা সিলভা আনুষ্ঠানিকভাবে নাইজেরিয়ার সরকারের কাছে নাইজেরিয়ায় আশ্রয় নেওয়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলোর আটক করার আহবান জানিয়েছেন, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসানজো ২৫ মার্চ বলেছেন, ২০০৩ সালে টেইলোরকে নাইজেরিয়ায় আশ্রয় দেওয়ার ব্যাপার বন্দোবস্তকারী সংশ্লিষ্ট আফ্রিকান দেশগুলোর নেতাদের মত গ্রহণ করার পর নাইজেরিয়া টেইলোরকে স্বদেশে ফেরত পাঠাতে রাজী হয়েছে। কিন্তু জাতিসংঘের সিয়েরা লিওনের বিশেষ আদালত মনে করে, টেইলোরকে স্বদেশে ফেরত না পাঠালে তার পলায়ন ঠেকানোর জন্যে নাইজেরিয়ার যাবতীয় ব্যবস্থা নেয়া প্রয়োজনীয়।
|