মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ২৬ মার্চ বলেছেন, রাশিয়া সাদ্দাম প্রশাসনকে মার্কিন বাহিনীর গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয় জানতে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যোগাযোগ করবে।
রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে খুবই গুরুত্ব দেয়। কারণ এটা মার্কিন বাহিনীর ওপর বিপদ ঘটানোর মতো বিষয়, তিনি বলেছেন, এ বিষয়ে আরও এক ধাপ তদন্ত করা উচিত।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪ মার্চ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু করার প্রথমে রাশিয়া ইরাক সরকারকে মার্কিন বাহিনীর তথ্য সরবরাহ করেছিল। রাশিয়া এ কথা অস্বীকার করেছে।
|