v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-27 16:42:13    
২৭ মার্চ

cri
    যুক্তরাষ্ট্রী ফিলিপাইনের প্রতিরোধ আন্দোলনের নেতাকে গ্রেফতার করে

১৯০১ সালের ২৭ মার্চ ফিলিপাইনের সাহসী নেতা মিয়েলিও আখুয়েনা যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়ে। যার ফলে দীর্ঘকালের প্রতিরোধ আন্দোলনের অবসান ঘটে। মিয়েলিও আখুয়েনা ফিলিপাইনের একজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন।

    চীনের কমিউনিস্ট পাটি আর কুওমিনতাং পাটির মধ্যে যুদ্ধ-বিরতি যুক্তি স্বাক্ষরিত

১৯৪৬ সালের ২৭ মার্চ চীনের কমিউনিস্ট পাটি আর কুওমিনতাং পাটির মধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের যুদ্ধ-বিবতি চুক্তি স্বাক্ষরিত হয় । চীনের কমিউনিস্ট পাটির নেতা চোও এন লাইহোর নেতৃত্বাধীন কমিউনিস্ট পাটির প্রতিনিধি দল এবং জেন জি জনের নেতৃত্বাদীন কুওমিংতাং পাটির প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হওয়ার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

    যুক্তরাষ্ট্রের জিইসি আর জি এম কোম্পানির ৪ মাসব্যাপী ধমর্ঘট সমাপ্ত

১৯৪৬ সালের ২৭ মার্চ যুক্ত রাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক কোম্পানি বা জিইসি আর জেনারেল মোটর কোম্পানি বা জি এম-এর আহুত চারমাসস্থায়ী ধর্মঘট সমাপ্ত হয়।

    ক্রশ্চেত বেয়চানিনের স্থলাভিষিক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের প্রধান মন্ত্রী হন

১৯৫৮ সালের ২৭ মার্চ সোভিয়েত নেতা ক্রুশ্চেত বেয়চানিনের স্থলাভিষিক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের প্রধান মন্ত্রী হন। তিনি ইতিমধ্যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক হন।

    'ধর্মপিতা' ছায়াছবি অস্কার পুরস্কার পায়

১৯৭৩ সালের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ' ধর্মপিতা' ছায়াছবি ৪৫তম অস্কার পুরস্কার পায়।

চীনের ছানবাই পাহাড় সহ তিনটি জায়গা আন্তজার্তিক জীববিদ্যা সংরক্ষণ অঞ্চলে অন্তর্ভুক্ত

১৯৮০ সালের ২৭ মার্চ চীনের চিলিন প্রদেশের ছানবাই পাহাড়, সিছুয়েন প্রদেশের ওলন প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল এবং কুয়াংতোং প্রদেশের ডিহুসেন দশর্নীয়স্থান আন্তর্জাতিক জীববিদ্যা সংরক্ষণ অঞ্চলে অন্তর্ভূক্ত হয়। বতর্মানে এ তিনটি জায়গা বিখ্যাত পযর্টন এলাকায় পরিণত হয়েছে।

    চীনের গণ বীমা কোম্পানি আবার চালু

১৯৮০ সালের ২৭ মার্চ চীনের গণ বীমা কোম্পানির ব্যবসা আবার শুরু হয়।

    চীনের আধুনিক লেখক মাওডেনের মৃত্যু

১৯৮১ সালের ২৭ মার্চ চীনের বিখ্যাত আধুনিক লেখক মাওডেন মৃত্যু বরণ করেন। জীবনে তিনি বেশ কয়েকটি উপন্যাস লেখেন। তাঁর কয়েকটি উপন্যাসের ভিত্তিতে ছায়াছবি তৈরী করা হয়। তিনি এক সময় চীনের সংস্কৃতি মন্ত্রী ছিলেন।

    প্রথম বিশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত

১৯৮৭ সালের ২৭ মার্চ প্রথম বিশেষ অলিম্পিক গেমস চীনের সেনজেনে অনুষ্ঠিত হয়।

   চিয়াং জে মিন চীনের প্রেসিডেন্ট নিবার্চিত

১৯৯৩ সালের ২৭ মার্চ চীনের অস্টম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিস্ট পাটির তত্কালীণ সাধারণ সম্পাদক চিয়াং ছে মিন চীনের প্রেসিডেন্ট নিবার্চিত হন।