আরবের গল্প "এক হাজার আর এক রাত" পড়ার পর,সবাই মেজিক ফ্লাইং কার্পেট নিয়ে অবাক হয়। নিউ জিল্যান্ডের বোব হারিসের উদ্ভাবিত ফ্লাইং বোর্ড এই স্বপ্নটা বাস্তবায়ন করেছে।
হারিসের ফ্লাইং বোর্ড ১.৭ মিটার লম্বা, ওজন ৫২ কেজি। তাতে প্রধান অংশ, নমনীয় পাখা, ঘন্টা ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতি রয়েছে। ফ্লাইং বোর্ড আকাশে উঠার পর সামনে ও পেছনের পাখা বায়ু ও উচ্চতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হতে পারে। উড়ার সময়ে চালকের পেট বোর্ডের উপরে রেখে, চোখ নিচের দিকে তাকায় দু'হাত বোর্ডটি নিয়ন্ত্রণ করে।
হারিস বলেছেন, ভবিষ্যতের ফ্লাইং বোর্ড আরো ছোট হবে। তখন তা একটি ব্যাগের মতো সঙ্গে নিয়ে যাওয়া যায়। ফ্লাইং বোর্ড সেইলিং ফ্লাইট ও প্যারাশ্যুট জাম্প দু'টি ম্যাক্সিমোল স্পোর্টের সংযুক্ত একটি নতুন ক্রীড়ার যন্ত্রপাতি। তা দেখতে "০০৭ জেমস ব্যান্ড" ছবির মধ্যে খুব আকর্ষণীয় এবং ফেশনেবল যন্ত্রপাতির মতো।
টেস্ট পাইলাট পোউল স্মিথ ফ্লাইং বোর্ড চালু করার পর তিনি তার শংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, এই ফ্লাইং বোর্ড সেইলিং ফ্লাইট ও প্যারাশ্যুট জাম্প দু'টি চমত্কার স্পোর্ট সংযুক্ত করেছে, এটা খেলতে খুব চমত্কার লাগে।
ফ্লাইং বোর্ডের উদ্ভাবক হারিস প্রথমে একটি ব্যক্তিগত ফ্লাইং মেশিন উদ্ভাবনের কথা বিবেচনা করেছেন। তাতে প্যারাশ্যুট জাম্পাররা তাদের ফ্লাইং স্কিল আরো উন্নত করতে পারে। কিন্তু টেস্ট করার পর দু'জন পাইলট এতে খুব উপভোগ করেছেন, তাতে এই উদ্ভাবন আকর্ষণীয় ও চ্যালেঞ্জপ্রাপ্ত নতুন খেলা হিসেবে অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করবে।
|