জনসাধারণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বছর চীন অব্যাহতভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষাক্ত গ্যাস ও তরল পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রনের ব্যবস্থা নেবে এবং বেআইনীভাবে পরিবেশ দুষনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ।
কিছু দিন আগে অনুষ্ঠিত একটি অধিবেশনে চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর উপপ্রধান চাং লি চুন বলেছেন , এ বছর প্রধানতঃ পানীয় জলের দুষণ সমস্যা সমাধান করা হবে , যে সব শিল্পপ্রতিষ্ঠানের পানীয় জলের দুষণ সমস্যা আছে , সেই সব শিল্পপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রনের ব্যবস্থা নেয়া হবে , বিভিন্ন শিল্প এলাকায় পরিবেশ দুষণ সমস্যা পরীক্ষা করা হবে , পরিবেশ দুষণ করতে পারে এমন প্রকল্প বন্ধ করা বা স্থানান্তরিত করার ব্যবস্থা নেয়া হবে এবং পরিবেশ দুষণের নতুন উত্স নিয়ন্ত্রণ করা হবে ।
জানা গেছে , গত বছর চীনে মোট ৫ লাখ ৬০ হাজারটি শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশ দুষন সমস্যা পরীক্ষা করা হয়েছে এবং পরিবেশ দুষন সংক্রান্ত ১৪ হাজারটি মামলা নিষ্পত্তি করা হয়েছে ।
|