২৬ মার্চ থেকে হংকং মূলভূভাগ থেকে জ্যান্ত মুর্গী আমদানি করতে শুরু করেছে । প্রথম কিস্তির ২০ হাজারটি জ্যান্ত মুর্গী ইতিমধ্যে হংকংয়ে পৌঁচেছে । ২৭ মার্চ থেকে হংকংয়ের নাগরিকরা মূলভুভাগের জ্যান্ত মুর্গী কিনতে পাবেন ।
জানা গেছে , এই ২০ হাজারটি জ্যান্ত মুর্গী কুয়াং তুং প্রদেশের কয়েকটি নিবন্ধিত মুরগী ফার্ম থেকে বাছাই করা হয়েছে । হংকংয়ের নাগরিকরা যাতে নিশ্চিন্তে এই সব মুর্গী খেতে পারেন , তার জন্যে কুয়াং তুং প্রদেশ ও হংকংয়ের সাটিফিকেশন বিভাগ কড়া নিয়ম অনুসারে পরীক্ষা ও সঙ্গ নিরোধের ব্যবস্থা নিয়েছে ।
উল্লেখ্য যে কিছু দিন আগে কুয়াং চৌ শহরে বার্ডফ্লুর রোগী সনাক্ত হয়েছে বলে তিন সপ্তাহ আগে হংকং মূল ভূভাগ থেকে জ্যান্ত মুর্গী আমদানি বন্ধ করে দিয়েছিল ।
|