চীনের অর্থমন্ত্রী চিন রেনছিং ও জাপানের অর্থমন্ত্রী সাদাকাজু তানিগাকি ২৫ মার্চ পেইচিংয়ে প্রথম চীন-জাপান অর্থমন্ত্রী সংলাপ অনুষ্ঠান করেছেন। দু'পক্ষ চীন-জাপান অর্থনীতি এবং আঞ্চলিক আর বিশ্ব অর্থনীতি উন্নয়নের অবস্থা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।
দু'পক্ষ দ্বিতীয় চীন-জাপান অর্থমন্ত্রী সংলাপ আগামী বছরে টোকিওতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
দুই অর্থমন্ত্রী সংলাপের পর বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের আজকে চীন-জাপান অর্থনৈতিক সম্পর্ক অব্যাহতভাবে বেড়েছে। চীন-জাপান অর্থনীতি ও ব্যাংকিং সহযোগিতা উন্নয়নের জন্যে দু'দেশের অর্থমন্ত্রীরা দু'দেশের অর্থনীতি মন্ত্রণালয়ের সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন, চীন-জাপান অর্থনীতি সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাজী হয়েছেন। তাঁরা মনে করেন এটা এশিয়া ও বিশ্বের সমৃদ্ধির অনুকূল।
|