ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ২৫ মার্চ ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয় কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে হামাসের প্রতি তার নীতি পূণঃবিবেচনা করা, এবং সরকারের কর্মসূচীর প্রয়োজনীয় সংশোধন করার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে আব্বাস হামাসের সরকারী কর্মসূচীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা ফিলিস্তিনী জনগণকে নিঃসঙ্গ করে ফেলবে এবং ইসরাইলের জন্যে একপক্ষীয়ভাবে সীমান্ত স্থির করার অজুহাত সৃষ্টি করবে। তিনি বলেছেন, প্রয়োজনীয় স্থান এবং সময়ে তিনি তাঁর সম্মান এবং অধিকার নিয়ে ফিলিস্তিনী জনগণের স্বার্থ সুরক্ষা করবেন।
আব্বাসের আহ্বানের জবাবে ইসমাইল হানিয়। একই দিন বলেছেন, হামাস আব্বাসের চিঠির কারণে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করবে না। তিনি বলেছেন, আব্বাস ও সরকারের সধ্যেকরে সমস্ত রাজনৈতিক মতভেদ সংলাপের মাধ্যমে সমাধান করা হবে।
|