|
|
 |
| (GMT+08:00)
2006-03-25 21:17:28
|
|
চায়না ডলফিন সংরক্ষণ সেমিনার শিয়ামেন শহরে শুরু
cri
|
২৫ মার্চ চীনের শিয়ামেন শহরে ' মানুষ আর ডলফিন ' শিরোনামে চায়না ডলফিন সংরক্ষণ আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গার ডলফিন বিশেষজ্ঞরা এই সেমিনায় অংশ নিয়েছেন। চায়না ডলফিন হচ্ছে চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় পর্যায়ের সংরক্ষিত জলচর প্রাণী। চিকিত্সা, প্রজাতির বিবর্তন , পযর্টন প্রভৃতি ক্ষেত্রে ডলফিনের মূল্য অত্যন্ত বেশী। বতর্মানে সাদা ডলফিন প্রধানত চীনের দক্ষিণাংশের জুচিয়াং নদীর মোহনা এবং শিয়ামেন অববাহিকায় বসবাস করে। জুচিয়াং নদীর মোহানায় প্রায় হাজারাধিক এবং শিয়ামেন অববাহিকায় একশোরও কাছাকাছি ডলফিন আছে।
|
|
|