সম্প্রতি উত্তর-পূর্ব চিনের সিন চিয়াং অঞ্চল পপলার গাছ রক্ষার জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা নিয়েছে ।
পপলার গাছ হচ্ছে মরুভূমিতে রোপনযোগ্য এক ধরনের গাছ , তাই অনেকে তাকে মরুভূমির গাছ বলেন । পপলার গাছ প্রধানতঃ সিন চিয়াংয়ের তারিমু নদীর অববাহিকায় লাগানো হয়েছে । সিনচিয়াংয়ের পপলার গাছের সংখ্যা গোটা পৃথিবীর পপলার গাছের ৯০ শতাংশেরও বেশী । সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার পরিবর্তন , লোকসংখ্যা বৃদ্ধি আর আবাদী জমি বৃদ্ধির কারণে পপলার গাছের আয়তন ক্রমেই হ্রাস পাচ্ছে ।
জানা গেছে , সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগ তারিমু নদীর অববাহিকা অঞ্চলে এপ্রিল মাস থেকে আগষ্ট পর্যন্ত কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা নিয়েছে , ফলে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে ।
|