চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৪ মার্চের একটি খবরে বলা হয়েছে , সম্প্রতিসাংহাইয়ে একজন রোগীর গায়ে বার্ড ফ্লুর ভাইরাস সনাক্ত হয়েছে ।
২৯ বছর বয়সী এই নারী রোগী ১৩ মার্চ অসুস্থ হয়ে পড়েন । তিনি জ্বর ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন । পরে রোগীর অবস্থার দ্রুত অবনতি হয় , ২১ মার্চ রোগীটির মৃত্যু হয় । ডাক্তাররা বহু বার পরীক্ষার পর তার গায়ে এইচ পাঁচ এন এক ভাইরাস সনাক্ত করেছেন ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ড অনুসারে এই রোগীকে বার্ড ফ্লু রোগী বলে সনাক্ত করেছেন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা আর হংকং , ম্যাকাও ও তাইওয়ান অঞ্চল এবং বিভিন্ন দেশকে এই খবর দিয়েছেন ।
এই বার্ডফ্লু রোগী সনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে এবং রোগীর আত্মীয়স্বজনদেরকড়া নিয়ন্ত্রনের ব্যবস্থা নিয়েছে ।
|