২৪ মার্চ চীন সরকার ' এশিয়া ও প্যাসিফিক মহাকাশ সহযোগিতা সংস্থার সদস্যদেশ বাংলাদেশ , ইন্দোনেসিয়া , ইরান , মঙ্গোলিয়া, পাকিস্তান , পেরু ও থাইল্যান্ডকে আবহাওয়া উপগ্রহের উপাত্ত গ্রহণব্যবস্থা উপহার দিয়েছে ।
চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর উপপ্রধান লুও গো বলেছেন , চীন সরকার এশিয়া ও প্যাসিফিক মহাকাশ সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাকে সমর্থন ও সাহায্য করে এসেছে । এই সংস্থার উদ্দেশ্য হলো মহাকাশ সংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা , সদস্য দেশগুলোর মহাকাশ প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা বাড়ানো আর বিভিন্ন দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা ।
জানা গেছে , চীন ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চারটি ফোংইউন এক নম্বর আবহাওয়া উপগ্রহ ও তিনটে ফোং ইউন দুই নম্বর আবহাওয়া উপগ্রহ নিক্ষেপ করেছে । চীন সরকারের উপহার দেয়া উপাত্ত সংগ্রহ ব্যবস্থা চীনের আবহাওয়া উপগ্রহের উপাত্ত ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপগ্রহের উপাত্তও সংগ্রহ করতে পারে ।
|