চীন-ব্রাজিল শীর্ষ সমন্বয় ও সহযোগিতা কমিটির প্রথম অধিবেশন ২৪ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । অধিবেশনে উভয় পক্ষ রাজনীতি , অর্থনীতি ও বাণিজ্য , বিজ্ঞান ও প্রযুক্তি , শক্তিসম্পদ , খনিজ প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা চালানো , চীন-ব্রাজিল কৌশলগত অংশীদারী সম্পর্ক আরো সুসংবদ্ধ ও সম্প্রসারিত করা এবং দু দেশের পারস্পরিক উপকার ও উভয়ের-বিজয়ের সহযোগিতা ত্বরান্বিত করার ব্যাপারে সম্মত হয়েছে ।
চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ও ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হোসে আলেনকার সম্মিলিতভাবে এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন । উ ই বলেছেন , পারস্পরিক সম্মান প্রদর্শন ও সমতা আর পরস্পরিক কল্যানের ভিত্তিতে চীন - ব্রাজিল কৌশলগত অংশীদারী সম্পর্ক আরো সুসংহত ও গভীরতর করা দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার পক্ষে হিতকর । আলেন্কার মনে করেন , নতুন পরিস্থিতিতে দুই দেশ তাদের সহযোগিতা করে বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যে অবদান রাখবে । তিনি আশা করেন , দু পক্ষের সহযোগিতার সুপ্ত শক্তি আরো প্রসারিত হবে ।
|