পারমাণবিক সরবরাহকাকরী গোষ্ঠী ২৩ মার্চ ভিয়েনায় গোষ্ঠীর পরামর্শ গ্রুপ সম্মেলন আয়োজন করেছে, তাতে মার্কিন প্রতিনিধি এই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র আর ভারতের স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির বিস্তারিত শোনার পর গোষ্ঠীর কিছু সদস্য দেশ চুক্তির বিষয়বস্ত্তর বিরোধিতা করেছে।
খবরে জানা গেছে, বৃটেন চুক্তিটিতে পুরোপুরি সম্মতি দেয়, এ ছাড়া, গোষ্ঠীর বহু সদস্য দেশ মনে করে, চুক্তিটির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে , তা যথাযথ নয়। চুক্তিতে সামরিক পারমাণবিক সাজসরঞ্জাম কমানোর জন্য ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় নি। ভারত "পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি" স্বাক্ষর করে নি, এমন একটি দেশ কি যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক পারমাণবিক অবিস্তার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হলো এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কি ভিত্তিতে তার পারমাণবিক সাজসরঞ্জামের উপর পরীক্ষা করবে প্রভৃতি সমস্যাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় নি। সুতরাং গোষ্ঠী এই চুক্তি অনুমোদন দেয়ার আগে আরো ভালোভাবে আলোচনা করার প্রয়োজন আছে বলে সিদ্ধান্ত নিয়েছে।
|