v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-24 14:29:46    
২৬ মার্চ

cri
** উন্নত প্রযুক্তি গবেষণা পরিকল্পনার জন্ম

    চীনে উন্নত প্রযুক্তি ক্ষেত্রে রাষ্ট্রীয় পরিকল্পনার নাম হলঃ দেশের হাই-টেক গবেষণা ও উন্নয়ন পরিকল্পনা । যেহেতু ১৯৮৬ সালের ২৬ মার্চ চীনের ৪জন প্রসিদ্ধ বিজ্ঞানী এই পরিকল্পনা পেশ করেছেন , সেহেতু তাকে ৮৬৩ পরিকল্পনাও বলা হয়।

    ৮৬৩ পরিকল্পনায় বিশ্ব হাই-টেক বিকাশের প্রবণতা আর চীনের চাহিদা ও সামর্থ্যের দিক থেকে প্রাণী ও উদ্ভিদের প্রযুক্তি , মহাকাশ প্রযুক্তি , তথ্য প্রযুক্তি , লেজার প্রযুক্তি , স্বয়ংক্রিয়করণ প্রযুক্তি , শক্তি সম্পদ প্রযুক্তি আর নতুন উপকরণ প্রযুক্তি এই ৭টি ক্ষেত্রের ১৫টি বিষয়কে গবেষণা আর উন্নয়নের প্রধান বিষয় বলে ধার্য করা হয়েছে ।

    ৮৬৩ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চীনে ধাপে ধাপে চীনের বাস্তব অবস্থার সঙ্গে খাপ খাওয়া হাই-টেক গবেষণা ও উন্নয়নের রণনীতি প্রণয়ন করা হয়েছে,হাই-টেক গবেষণা ও উন্নয়নের সাধারণ বিন্যাস সম্পন্ন হয়েছে,হাইটেক গবেষণা ও হাইটেক পণ্য উন্নয়নের বেশ কয়েকটি ঘাঁটি গড়ে তোলা হয়েছে ,হাইটেকের নতুন প্রজন্মের প্রকৌশলীদের শিক্ষণ দেয়া হয়েছে ,আন্তর্জাতিক মানসম্পন্ন বেশ কিছু সুফল অর্জিত হয়েছে , বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ প্রযুক্তি সমস্যা নিষ্পত্তি করা হয়েছে, চীনের হাইটেক গবেষণা আর উন্নয়নের মান ব্যাপকভাবে উন্নত হয়েছে আর চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি জোরদার হয়েছে । গত বছর চীনে সাফল্যের সংগে "ফাংচৌ" আর "লুংসিং" নামে চিপ তৈরী হয়েছে । বিশ্বের প্রথম ৫০০ শক্তিশালী কম্পিউটার কোম্পানির মধ্যে চীনের লেনোভো কোম্পানির ৬৮০০ সুপার কম্পিউটারের স্থান পঞ্চম ।

**চীন-ক্যামেরুন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    কামেরোন আফ্রিকার মধ্য-পশ্চিম অঞ্চলে অবস্থিত। তার আয়তন ৪ লক্ষ ৭৫ হাজার ৪২২ বর্গকিলোমিটার, লোকসংখ্যা এক কোটি ২০ লক্ষ, মোট ২৩৯টি জাতি আছে। সরকারী ভাষা হলো ফরাসী ও ইংরেজি। প্রায় ৫০ শতাংশ অধিবাসী বস্তুপূজায় বিশ্বাসী, অন্যরা ইসলাম ধর্মাবলম্বী, ক্যাথলিক এবং পোটেস্টান্ট খ্রীষ্টান।

১৬ শতাব্দীতে বিদেশী ঔপনিবেশিক কামেরোনের কাছে আক্রমণ চালার ও প্রশাসন করে এবং আলাদা আলাদাভাবে বৃটেন, ফ্রান্স, জার্মানী ইত্যাদি দেশ তা রক্ষা করেছে। ১৯৬০ সালের জানুয়ারী ক্যামেরুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালের ফেব্রুয়ারী কামেরোন ইউনিয়ন প্রজাতন্ত্র গঠিত হয়। ১৯৭২ সালের মে ক্যামেরুন যৌথ প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৮৪ সালের জানুয়ারী আবার ক্যামেরুন প্রজাতন্ত্রে পরিণত হয়।

    ১৯৭১ সালের ২৬ মার্চ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

** ছেন ইয়ুংকুই-এর মৃত্যু

    ১৯১৪ সালে ছেন ইয়ুংকুই জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন চীনের শানসি প্রদেশের সিইয়াংয়ের অধিবাসী।

    ১৯৪৮ সালে ছেন ইয়ুংকুই চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। নয়া চীন প্রতিষ্ঠিত হবার প্রথমদিকে তিনি পর পর চীনের শান সি প্রদেশের সিইয়াং জেলার তা জেই গ্রামের উত্পাদন কমিটির সদস্য, চীনের কমিউনিস্ট পার্টি বিভাগের পরিচালক , কৃষি বিভাগের প্রধান নিযুক্ত ছিলেন।

    ১৯৭৫ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৩ সালে পেইচিংয়ের পূর্ব উপনগরের কৃষি বসতবাড়ির উপদেষ্টা ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির নবম কেন্দ্রীয় কমিটির সদস্য, একাদশ কেন্দ্রীয় রাজনৈতিক ব্যারোর সদস্য, তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি ছিলেন।

    ১৯৮৬ সালের ২৬ মার্চ পেইচিংয়ে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।