চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং ২৩ মার্চ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এপ্রিলের মাঝামাঝি বা শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করবেন। দু'পক্ষ এই সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।
ছিং কাং বলেছেন, এবারকার সফর হচ্ছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে দু'দেশের নেতাদের মধ্যে গত বছর অর্জিত মতৈক্যের সুফল। এই সফরের উদ্দেশ্য পারস্পরিক আস্থা উন্নত করা, মতৈক্য বাড়ানো এবং একবিংশ শতাব্দীতে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সহযোগিতা সম্পর্কের উন্নয়ন আরো ত্বরান্বিত করা।
তিনি বলেছেন, দু'পক্ষের মধ্যে ব্যাপক ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে এবং ফলপ্রসু সহযোগিতা চলছে। তবে একই সময়ে চীন পক্ষ স্বীকার করে যে, দু'দেশের মধ্যে মতভেদ আছে। সফরকালে দু'পক্ষ অভিন্ন স্বার্থ জড়িত বিষয় নিয়ে মত বিনিময় করবে।
|