 পাকিস্তানের তথ্য মাধ্যমের খবরে প্রকাশঃ ২৩ মার্চ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছেন এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ১৬ জন "নিরীহ" পাকিস্তানীকে হত্যা করার জন্য আফগানিস্তানের তীব্র নিন্দা করেছেন।
খবরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, নিহত পাকিস্তানীরা কাবুলে গিয়ে উত্সব উদয়াপন অনুষ্ঠানে অংশ নেয়ার সময় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে এবং নিহত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সরকার আফগানিস্তান পক্ষ অবিলম্বে এই ব্যাপার তদন্ত করা এবং সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।
|