কোস্টারিকার নির্বাচিত প্রেসিডেন্ট অসকার আরিয়াস ২৩ মার্চ সান জোসে তথ্য মাধ্যমকে ভাষণ দেয়ার সময় বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত সন্ত্রাসদমনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বিশ্বের দারিদ্র্য কমানোর জন্য নিজের চেষ্টা করা।
তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা মানবজাতির শত্রু। কিন্তু যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন যুদ্ধকে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং বিশ্ব দারিদ্র্য কমানো, পরিবেশ সংরক্ষণ, সমাজের অসমতা দূর করা এবং সংক্রামক রোগ চিকিত্সা ইত্যাদি ক্ষেত্রে আরো বেশী অর্থ দেয়া উচিত। যাতে গোটা মানবজাতির সম্মুখীন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী সমস্যাগুলোর সমাধান করা যায়।
|