হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক জেন ইন ছুয়েন ২৩ মার্চ হংকংয়ে বলেছেন, হংকং আর্থিক পরিসেবা ক্ষেত্রের প্রাধান্য পালন করবে, প্যান-চুচিয়াং বদ্বীপ অঞ্চলের সহযোগিতা আরো ত্বরান্বিত করবে।
একই দিনে অনুষ্ঠিত প্যান-চুচিয়াং বদ্বীপ অঞ্চলের আর্থিক পরিসেবা ফোরামে জেন ইন ছুয়েন উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, অর্থ আর পূজিঁবিনিয়োগ হচ্ছে হংকংয়ের অর্থনীতির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ সম্পন্ন ক্ষেত্র। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে হংকংয়ের বিভিন্ন আর্থিক ব্যবসা এবং বুনিয়াদী ব্যবস্থা খুব সুসম্পন্ন। আর্থিক ক্ষেত্রে ধীশক্তি প্রচুর, বিভিন্ন পেশাদার পরিসেবাও আন্তর্জাতিক মানে পৌঁছেছে।
তিনি বলেছেন, হংকং প্যান-চুচিয়াং বদ্বীপ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ সংগ্রহ এবং পুঁজিবিনিয়োগ করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্ল্যাটফর্মসরবরাহ করবে।
প্যান-চুচিয়াং বদ্বীপ অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত আছে কুয়াংতুং, সিছুয়েন প্রভৃতি নয়টি মূলভূভাগের প্রদেশ এবং হংকং, ম্যাকাও এই দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
|