চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৩ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন আর জাপান আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছার ভিত্তিতে চীনকে দেয়া ইয়েন ঋণদান সমস্যা সমাধান করা উচিত।
চীন ও জাপানের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জাপান ২০০৮ সালের পর থেকে চীনকে ঋণদান বন্ধ করবে। কিন্তু জাপানী পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ২২ মার্চ বলেছেন, জাপান নির্ধারিত সময়ের আগে চীনকে প্রদেয় ঋণদান বন্ধ করবে।
২৩ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে ভাষ্য দেয়ার সময়ে ছিন কাং বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনকে দেয়া ঋণদান চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। জাপান চীনকে ঋণদানের সঙ্গে সঙ্গে নিজের মুনাফা এবং স্বার্থও বয়ে এনেছে। বিষয়টি কেবল এক পক্ষ অন্য পক্ষকে দেয়া তা নয়। চীন মনে করে, জাপান সরকারের এককভাবে চীনকে ঋণদান বাতিল করা চীন-জাপান সম্পর্ক উন্নয়নে হিতকর হবে না। দু'পক্ষ আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছার ভিত্তিতে এই সমস্যা সমাধান করা উচিত।
|