২২ মার্চ চীন সরকার চীনস্থ বিভিন্ন দেশের দূতাবাসের কাছে ২০১০ সালের সাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়া সম্পর্কে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের স্বাক্ষরিত আমন্ত্রণ পত্র হস্তান্তরকরেছে ।
গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরো " ২০১০ সালে সাংহাই বিশ্বমেলা রেজিষ্ট্রি সম্পর্কে রিপোর্ট" অনুমোদন করেছে । এর পর বহু দেশ পরপর মেলা সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে চলেছে । আন্তর্জাতিক সমাজের চাহিদা মেটানোর জন্যে চীন সরকার একই দিন থেকে কুটনৈতিক পদ্ধতির মাধ্যমে যে দেশগুলো চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেই দেশগুলোর সরকারের কাছে আমন্ত্রণ পত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । ২০১০ সাল সাংহাই বিশ্ব মেলা যেমন চীনে তেমনি উন্নয়নমুখী দেশগুলোয়আয়োজিত প্রথমবিশ্বমেলা । এর শিরোনাম হল , " শহর , জীবনযাপনকে আরও সুন্দর করে তুলো" । এর উদ্দেশ্য হল , শহর উন্নয়নে আন্তর্জাতিক সমাজের জোর দৃষ্টি আকর্ষণ, পরিবেশ ও উন্নয়নের সমন্বয় , মানুষ ও প্রকৃতির শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় অন্বেষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের মিলিত উন্নয়ন ত্বরান্বিত করা ।
|