 ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নোং দুক মান এবং প্রেসিডেন্ট ত্রান তুক লুং ২১ মার্চ হ্যানয়ে আলাদা আলাদাভাবে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে বৈঠক করেছেন ।
নোং দুক মান বৈঠককালে বলেছেন , চীনের উন্নয়নের উজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে , তা ভিয়েতনামের সংস্কার ও উন্নয়নে উত্সাহ দিয়েছে । ভিয়েতনামের পার্টি ও সরকার দৃঢ়ভাবে চীন-ভিয়েতনাম ভ্রাতৃসুলভ ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করবে । বৈঠককালে ত্রান তুক লুং বলেছেন , চীন হল ভিয়েতনামের প্রতিবেশী দেশ এবং সবচেয়ে বড় বাজার । সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় চীনের সংশ্লিষ্ট সমস্যা সমাধানের অভিজ্ঞতা থেকে ভিয়েতনাম শিখতে চায় ।
ভিয়েতনামের এই দু'নেতা আরো বলেছেন , ভিয়েতনাম সরকার ও পার্টি একচীন নীতিতে অবিচল থাকবে , বিভিন্ন ধরনের "স্বাধীন তাইওয়ান প্রয়াসী" তত্পরতার বিরোধিতা করবে ।
সংস্কার ও সমাজতন্ত্র ব্রতে ভিয়েতনাম যে বিরাট অগ্রগতি অর্জন করেছে , চিয়া ছিং লিন তার উচ্চ মূল্যায়ন করেছেন । তিনি চীন-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়ন করার সম্পর্কে চারটি প্রস্তাবও দিয়েছেন । তিনি বলেছেন , চীন পক্ষ ভিয়েতনামের একচীন নীতি মেনে চলার অধিষ্ঠানের প্রশংসা করে ।
|