**যুগোস্লাভিয়ায় নেটোর বোমাবর্ষণ শুরু
১৯৯৯ সালের ২৪ মার্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ব্যতিরেকে সার্বভৌম দেশ যুগোস্লাভিয়া ফেডারেশনের উপর সামরিক আঘাত হানতে শুরু করে। নেটোর এই আগ্রাসী কার্যকলাপ সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের ওপা প্রথম অতি জঘন্য প্রথম কালিমা লেপন করেছে, তা বিশ্ব শান্তি ও উন্নয়নের প্রতি গুরুত্ব চ্যালেঞ্জ।
যুগোস্লাভিয়া ফেডারেশনের উপর দীর্ঘ ৭৮ দিন স্থায়ী উচ্ছৃঙ্খল ও বাছবিচারহীন বোমাবর্ষণে নেটো মোট ২৬ হাজারাধিক বার বিমান ব্যবহার করেছে, যুগোস্লাভিয়ার ১ লক্ষেরও বেশি বর্গ কিলোমিটার ভূভাগে মোট ২১ হাজারাধিক টন বোমা নিক্ষেপ করেছে, স্কুল, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, সেতু, হাস্পাতাল, বিদ্যুত স্টেশন, বার্তা সংস্থা প্রভৃতি নানা বেসামরিক প্রতিষ্ঠান সহ বহু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই যুদ্ধে যুগোস্লাভিয়া ফেডারেশনে হাজারাধিক নিরীহ নাগরিক নিহত এবং ছয় হাজারাধিক লোক আহত হয়েছেন।
৮ মে, মার্কিন বিমান নগ্নভাবে যুগোস্লাভিয়াস্থ চীনা দূতাবাসের ওপর আক্রমণ করেছে, তাতে চীনের তিন জন সংবাদদাতা প্রাণ হারিয়েছেন, বিশাধিক কূটনীতিবিদ আহত হয়েছেন, দূতাবাস ভবন গুরুতরভাবে বিধ্বস্ত হয়েছে। নেটোর বন্য অপারেশন চীনা জনগণ এবং সারা পৃথিবীর শান্তিকামী জনগণের মনে তীব্র ঘৃণামিশ্রিত ক্রোধ এবং নিন্দা জাগিয়ে তুলেছে।
** চীনের নারীদের প্রথম রাষ্ট্রীয় প্রতিনিধি সম্মেলন আয়োজিত
১৯৪৯ সালের ২৪ মার্চ ৩ এপ্রিল পর্যন্ত চীনের নারীদের প্রথম রাষ্ট্রীয় প্রতিনিধি সম্মেলন পেইচিংয়ে আয়োজিত হয়। মোট ৫০০ জনেরও বেশি প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। সম্মেলন আনুষ্ঠানিকভাবে নারীদের সর্বোচ্চসংস্থা-- নিখিল চীন নারী ফেডারেশনের প্রতিষ্ঠা ঘোষণা করা হয় এবং চীনা নারী ফেডারেশনের কমিটি নির্বাচিত হয়। এই সম্মেলনের প্রথম অধিবেশনে ছাই ছাং চীনা নারী ফেডারেশনের চেয়ারপারসন এবং তেং ইংছাও, লি তেছুয়ান, সু কুয়াংফিং চীনা নারী ফেডারেশনের ভাইস-চেয়ারপারসন নির্বাচিত হন।
চীনা নারী ফেডারেশনের সংক্ষিপ্ত পরিচিতি :
চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বধীন , আরো মুক্তি লাভ করার জন্যে চীনের বিভিন্ন জাতী , বিভিন্ন মহলের নারীদের যৌথ গঠিত একটি সামাজিক সংস্থা , এই সংস্থা ব্যাপক প্রতিনিধিত্বকারী , জনগণকারী , সমাজকারী সম্পন্ন হয় । চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টি আর চীন সরকার চীনা নারীদের সঙ্গে যোগাযোগের সেতু , তা হচ্ছে জাতীয় রাজনৈতিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্তম্ভগুলোর অন্যতম ।
১৯৪৯ সালের মার্চ মাসে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় , সেখুন তার নাম হলো "চীনা গণতান্ত্রিক নারী ফেডারেশন" , ১৯৫৭ সালে "চীনের নারী ফেডারেশন"নামে পরিণত হয় , ১৯৭৮ সালে "চীনা নারী ফেডারেশন" নামে পরিণত হয় ।
এই সংস্থার মৌলিক কর্তব্য হলো: ব্যাপক নারীদের ঐক্য আর সমাবেশিত করে চীনের অর্থনৈতিক নির্মাণ আর সমাজের উন্নয়নে অংশ নেয়া , এবং নারীদের সার্থ রক্ষা করে , নারীরা পুরুষের মতো সমান অধিকার লাভ করা ত্বরান্বিত করা ।
|