চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে জামাইকার প্রধানমন্ত্রী পাট্টের্সোন ২০০৫ সালের জুন মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করেছেন।
তিনি ১৯৩৫ সালের ১০ এপ্রিল জামাইকার সেন্ট আন্ডু এলাকায় জন্ম গ্রহণ করেন। তিনি ওয়েস্ট ইন্ডিস বিশ্ববিদ্যালয় এবং লন্ডণ অর্থনীতি কলেজে পড়াশুনা করেন এবং বি এ আর এল এল বি ডিগ্রী লাভ করেন।
তিনি সিনেটের সদস্য ; সিনেটের বিরোধী পার্টির নেতা; প্রতিনিধি পরিষদের সদস্য; শিল্প ,বাণিজ্য ও পর্যটন মন্ত্রী;পররাষ্ট্রমন্ত্রী;উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী; উপপ্রধানমন্ত্রী ও উন্নয়ন পরিকল্পনা মন্ত্রী ইত্যাদি পদে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালের মার্চ তিনি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সাল থেকে তিনি তিনবার এই পদে পুনঃনির্বাচিত হন।
১৯৯৮ সালের অক্টোবর পাট্টের্সোন আনুষ্ঠানিকভাবে চীন সফর করেছেন।
|