সি আর আই তোমাকে ভালোবাসি,
সোনা,রুপা, ডলার, স্টার্লিং, পাউন্ডের মত
অমোঘ আকর্ষণ অনুভব করি, পৃথিবীর মধ্যাকর্ষণের মত ।
সি আর আই তোমাকে ভালোবাসি,
প্রতিটি সময়ের শ্বাস প্রশ্বাসের মত
বিশ্বস্ততার বিশ্বাসের মত, বেঁচে থাকার শেষ ইচ্ছের মত ।
সি আর আই তোমাকে ভালোবাসি
প্রচন্ড দাবদাহে এক পশ্লা বৃষ্টির মত
সারাদিন পরিশ্রম করা মজুরের এক থালা ভাতের মত ।
সি আর আই তোমাকে ভালোবাসি,
ঐ সীমাহীন আকাশের সীমনার মত
চন্দ্রালোকের স্নিগ্ধতার মত, ঐতিহাসিক ইতিহাসের মজনুর মত ।
---বাংলাদেশের গাইবান্ধা জেলার এই.এস.এম. বেঙ্গালী রেডিও ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল আশেক ।
|