ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনি ২১ মার্চ জানান, তিনি ইরানের কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক সমস্যা নিয়ে আলোচনায় অনুমতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে ইরানের উপর চাপ না দেয়ার দাবি জানিয়েছেন।
খামেনি একই দিনে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে বলেন, যদি আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরাক সমস্যায় ইরানের কিছু মতামত সমঝোতা করতে পারে তাহলে আলোচনা চালানো উচিত। কিন্তু যদি যুক্তরাষ্ট্র এই আলোচনা ব্যবহার করে কাউকে চেপে ধরতে চায় বা আদেশ করতে চায় তাহলে আলোচনার দরকার নেই। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের ইরাক থেকে সৈন্য সরিয়ে নেয়া উচিত।
ইরানের পারমাণবিক সমস্যা সম্বন্ধে খামেনি জোর দিয়ে বলেন, ইরান কোনো মতেই যুক্তরাষ্ট্রের হুমকিতে আপোস করবে না। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাখিল হওয়াকেও ইরান ভয় পায় না।
|