২১ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লীতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও মিলিতভাবে মাদকদ্রব্যের চোরাচালানদমন চুক্তি স্বাক্ষর করেছে ।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২১ মার্চ সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ সন্ত্রাস তত্পরতা দমন , বাণিজ্য , অবৈধ বাস্তুত্যাগী, সীমান্তের নিরাপত্তা , পানি সম্পদ উপভোগ, আস্থা বাড়ানো সহ ধারাবাহিক বিষয়ে আলোচনা করেছে । বৈঠকের পর দুদেশ নতুন বাণিজ্য চুক্তি ও সহযোগিতা করে মাদকদ্রব্যের চোরাচালান দমন চুক্তি স্বাক্ষর করেছে ।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০ মার্চ নয়াদিল্লী পৌঁছে তাঁর দুদিনব্যাপী ভারত সফর শুরু করেন ।
|