চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ২২ মার্চ পেইচিংয়ে আবার ঘোষণা করেছেন , চীন আশা করে যে, কূটনৈতিক উপায়ে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা ও ইরানের পরমাণু সমস্যা সহ উত্তেজনাকর সব আন্তর্জাতিক সমস্যার নিরসন করা হবে ।
চীন সফরে আসা স্পেনিশ পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল আন্গেল মোরাটিনোসের সংগে এক যৌথ সাংবাদিক সম্মেলনে লি চাও সিং এই কথা বলেছেন ।
তিনি বলেছেন , চীন সরকার বরাবরই সমঝোতা ও সংলাপ তরান্বিত করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়াবে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে ধাপে ধাপে কোরিয় উপদ্বীপের অপারমাণবিকীকরণ ও দীর্ঘকালীন স্থিতিশীলতা বাস্তবায়ন করবে । চীন দৃঢ়ভাবে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের পক্ষপাতী । চীন ইইউ ও ইরানের আলোচনাকে সমর্থন করে এবং ইরানের সংগে রাশিয়ার যোগাযোগকে স্বাগত জানায় । তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে এই সমস্যায় ধৈর্য্য, নমনীয়তা ও বাস্তবনিষ্ঠা প্রদর্শনের আহবান জানিয়েছেন ।
|