২২ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ে সফররত রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককালে বলেছেন , দু'পক্ষের উচিত চীন-রাশিয়া সম্পর্ককে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের আরো গুরুত্বপূর্ণ স্থানে রাখা এবং চীন-রাশিয়া কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো জোরদার করা ।
অর্থ-বাণিজ্য সহযোগিতা সম্পর্কে ওয়েন চিয়া পাও বলেছেন , দু'দেশের উচিত দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারণ করা , বাণিজ্যিক কাঠামো উত্কৃষ্ট করা , শক্তি সম্পদ সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয়া , যাতে চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নের জন্য আরো দৃঢ় ভিত্তি স্থাপন করা যায় ।
পুতিন বলেছেন , রাশিয়া খুব খুশি যে দু'দেশের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান দ্রুতভাবে উন্নত হচ্ছে । তিনি আশা করেন শক্তি সম্পদ , মেশিন উত্পাদন , সরবরাহ , যোগাযোগ , অর্থ , নভোযান ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো জোরদার হবে ।
|