আজকের আসরে প্রথমে শুনবেন দেশ-বিদেশ খেলার খবর। তারপর চীনের বিখ্যাত শুটার চীনের জাতীয় শুটিং দলের বতর্মান কোচ স্যু হাইফেং সম্বন্ধে কিছু বলবো।
নবম শীতকালীণ প্রতিবন্ধী অলিম্পিক গেমস স্থানীয় সময় ১৯ মার্চ ইতালির তুরিনে সমাপ্ত হয়েছে। ৩৯টি দেশ আর অঞ্চলের ছ'শতাধিক প্রতিবন্ধী ক্রিড়াবিদ এবারকার গেমসে অংশ নিয়েছেন। চীন দল এবারকার গেমসে কোনো পদকের হালখাতা খুলতে পারেনি। রাশিয়া, জার্মানী আর ইউক্রেন যথাক্রমে প্রথম , দ্বিতীয় আর তৃতীয় হয়েছে। দশম শীতকালীণ অলিম্পিক গেমস ২০১০ সালে ক্যানাডার ভানকুভায়ে অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালের আন্তর্জাতিকনারী দাবা বিশ্ব চ্যাম্পীয়নশীপ ২০ মার্চ রাশিয়ার একাতেরিনবোর্গে চতুর্থ রাউন্ড প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। চীনের দাবারু শিয়ে লি হুওয়া সেমি ফাইনালে উন্নীত হয়েছে।
২০০৬ সালের বিশ্ব স্নুকারচীন উন্মুক্তপ্রতিযোগিতা ২০ মার্চ পেইচিং মহা নগর কলেজ ছাত্র স্টেডিয়ামেশুরু হয়েছে। ১৯ বছর বয়স্ক চীনের ডিন ছিন হুওয়ে এবারকার প্রতিযোগিতার এক নম্বর ক্রীড়াবিদ । এই
প্রতিযোগিতা এক সপ্তাহ চলবে।
২০০৬ সালের বিশ্ব কার্পজিমন্যাস্টিকসেরফ্রান্স ধাপের প্রতিযোগিতা ১৯ মার্চ লিওনে সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীনের ক্রীড়াবিদরা মোট ২টি স্বর্ণপদক, ২টি রোপ্যপদক এবং ১টি ব্রোন্জপদক অর্জন করেছেন।
২০০৬ সালের আন্তর্জাতিক সাতাঁর ইউনিয়ন আর ডাইভিং গ্রাঁপ্রীর মাদ্রিদ ধাপের প্রতিযোগিতা ১৯ মার্চ সমাপ্ত হয়েছে। চীন দল দশটি ইভেন্টে পাঁচটি স্বর্ণপদক অর্জন করেছেন। ২১ এপ্রিল চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরে পরবর্তী ধাপের প্রতিযোগিতা আয়োজিত হবে।
'প্যাসিফিক লাইফ' টেনিস উন্মুক্ত প্রতিযোগিতা প্রতিযোগিতা পেইচিং সময় ২০ মার্চ যুক্তরাষ্ট্রের ইনডিয়ান ওয়েলসে সমাপ্ত হয়েছে। চীনের ছ'জন খেলোয়াড় এবারকার প্রতিযোগিতায় যোগ দিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন স্থানীয় সময় ১৬ মার্চ সুইজল্যান্ডের সুলিসে সিদ্ধান্ত নিয়েছে যে , প্রতিযোগিতায় বর্ণবাদ অথবা বৈষম্যমূলক আচরণ এড়ানোর জন্যে শাস্তির উপর জোরদার করা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বর্ণবাদ আর বর্ণবৈষম্য-বিরোধী আচরণের উপর অন্তত্য গুরুত্ব দিয়েছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন জোর দিয়ে বলেছেন, ফুটবল হল সারা মানব জাতির ক্রীড়া, এই ক্রীড়ার বর্ণ, গায়ের রং , বিশ্বাসের কোন পাথর্ক্য নেই
|