v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-21 18:57:09    
বানর রাজা সুন উখোং(৩৩)

cri
    আচার্য নিজের ও তিন শিষ্যের পরিচয় দিলেন । জামা দুটি নেয়ার জন্য এই শিষ্যদের তিরষ্কার করলেন । এবং তাদের অপরাধ মার্জনা করার জন্য অনুরোধ জানালের খুব বিনয়ের সঙ্গে ।

    সুয়ান চুয়াং এর পরিচয় পেয়ে দানব তো ভারি খুশি । যাক তার মাংস খেয়ে এবার দানবের পরমায়ু বাড়বে । সে জানতে চাইলো তৃতিয় শিষ্যের পরিচয় । পাচিয়ের মুখে স্বর্গরাজ্য তোলপাড়কারি সুন উখোং-এর পরিচয় পেয়ে দানব একটু ভিত হলো । তাই উখোং আসার আগেই তিন জনকে পেছনের ঘরে বন্দি করে রাখলো দানব । উখোং খাবার নিয়ে এসে দেখলো সেখানে কেউ নেই । সে শাঙ্কিত হলো । একটু এগিয়ে যেতেই এক কিশোর ও এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো । তাদের কাছে সে জানতে পেলো যে তিন জন ভিক্ষু চিনতৌ গুহার পরাক্রম দানবের হাতে বন্দি হয়েছে ।

    সে পেছনে ঘুরে দাঁড়াতেই দেখলো ভুমিদেব আর পর্বতদেব সামনে দাঁড়িয়ে আছেন । ঐ বৃদ্ধ আর কিশোরের রূপ নিয়ে তাকে খবরটা জানাতে এসেছিলেন ।

    ঘুরতে ঘুরতে উখোং এক গুহার সামনে খুদে দানবদের দেখলো । চিত্কার করে উখোং বললো , এই ক্ষুদেরা , ভেতরের কর্তাকে খবর দে শিগগির । আমি গুরুদেবকে ফেরত নিতে এসেছি ।

    খবর শুনে গুহার বাইরে এলো দানব । অমনি শুরু হলো তুমুল লড়াই । খুদে দানবেরা এগিয়ে এলো উখোংকে ঘেরাও করতে । উখোং তার ডান্ডা ছুঁড়ে শত শত ডান্ডা তৈরি করলো । শত শত ডান্ডার দড়াম দড়াম খায়ে দানবগুলো গেলো পালিয়ে । দানব যাদু দিয়ে উখোং-এর সব ডান্ডা বেঁধে ফেললো । উখোং যাদুর মেঘে চড়ে পালিয়ে গেলো তখন ।

    উখোং স্বর্গরাজ্যের দক্ষিণ দুয়াবে লিং সিয়াও প্রাসাদের বাইরে দাঁড়ালো । যশম রাজা উখোং-এর কাছে সব শুনে এক দেবগুরুকে পাঠালেন মহাশুন্যের সব গ্রহ তারকা ও স্বর্গিয় স্থানগুলো দেখতে । জানা গেলো সবাই যার যার বাসস্থানে আছে । যশম রাজা দানবকে বন্দি করার জন্য রাজা লি , লি-এর তৃতিয় রাজপুত্র যুবরাজ নেচা এবং কয়েকজন স্বর্গিয় সেনাপতিকে উখোং-এর সঙ্গে যেতে বললেন । যাদু মেঘে চড়ে তাঁরা চিনতৌ পর্বতে উড়ে এলেন ।

    গুহার বাইরে থেকে উখোং চিত্কার করে দানবকে বললো তার গুরুদেবকে ছেড়ে দিতে । দানব বাইরে এসে যুবরাজ নেচাকে দেখেই তার দিকে বর্শা ছুঁড়লো । শুরু হলো নেচা আর দানবের লড়াই । তুমুল লড়াই । কেউ কম যায় না শক্তিতে ।

    এক সময় বেগতিক দেখে নেচা শরির ঝাঁকালো । সঙ্গে সঙ্গে তার তিনটা মাথা এবং ছয়টা হাত বের হলো । ছয়হাতে অস্ত্র নিয়ে সে যুদ্ধ করতে লাগলো দানবের সঙ্গে । নেচা যাদুমন্ত্র পড়ে ছয়টি অস্ত্র আকাশে ছুঁড়ে আরও অনেক ধরনের অস্ত্র , বায়ু ও অগ্নি চক্র আনলো । দানব তার সব অস্ত্র গ্রাস করলো যাদুর বেড়ি ছুঁড়ে । এবার নেচা ভয় পেয়ে পালিয়ে গেলো । দাপটের সঙ্গে গুহায় ঢুকলো দানব ।

    উখোং চলে গেলো থোংহুয়া পর্বতে অগ্নিদেবের কাছে । সে জানতো যে আগুন দিয়েই দানবের বেড়ি পোড়ানো যায় । অগ্নিদেব উখোং-এর কথা শুনে অগ্নি ড্রাগন এবং অগ্নি অশ্ব নিয়ে চিনতৌ পর্বতে এলেন ছুটে ।

    অগ্নিদেবকে আসতে দেখে রাজা লি হুঙ্কার দিয়ে দানবকে ডেকে আচার্যকে ছেড়ে দিতে বললেন । দানব বেরিয়ে এলো বাইরে । আবার শুরু হলো লড়াই । দানব তার বেড়ি ছুঁড়লো লিকে গ্রাস করার জন্য । অমনি অগ্নিদেব তার অগ্নি ড্রাগন এবং অগ্নি অশ্বগুলো ছাড়লেন । তারা মুখ দিয়ে আগুন ছাড়তে ছাড়তে গেলো দানবের দিকে । দানব তার বেড়ি ছুঁড়ে সবাইকে গ্রাস করলো । উখোং ছুটে গেলো বরুন দেবতার কাছে । বরুনদেব সব শুনে হোয়াংহো নদির দেবতাকে আদেশ দিলেন উখোং-কে সাহায্য করতে ।